1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে জুলাই যোদ্ধার পিতার সংবাদ সম্মেলন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
54

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

 

দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে গত ৩ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলী রথেরবাজারের মুদির দোকানি আরাজীলস্করা গ্রামের আব্দুল ছামাদের পুত্র মোঃ শামছুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য জানায়, সে মুদির ব্যবস্যায়ী। কিন্তু ২/৩ দিন পূর্বে সে জানতে পারে তার নাম ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিতে রয়েছে। আওয়ামীলীগের কর্মকান্ডের সংঙ্গে তার কোন সম্পর্ক নাই। কে বা কাহারা তার নাম আওয়ামীলীগের কমিটিতে দিয়েছে তিনি তা জানেন না। যাহা এতদিন পরে সে জানতে পারে। তার নামটি তাকে না জানিয়ে ভুয়া ভাবে ব্যবহার করেছে তার এটি বড় প্রমান হলো জাতীয় পরিচয় পত্রের নাম্বার ব্যবহার করেছে কিন্তু জাতীয় পরিচয় পত্রের আসল নামটি না দিয়ে মনগড়া ডাক নাম সেখানে ব্যবহার করেছে। ব্যবস্যার করার কারনে সকল প্রকার মানুষের সাথে আমার যোগাযোগ ও চলাফেরা রয়েছে। বরং তার মৌন সমর্থন রয়েছে বিএনপির প্রতি। তার বড় ছেলে মোঃ জুবায়ের হোসেন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে ঢাকার ফার্মগেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শরিক হয়ে সম্মুখ থেকে কোটা আন্দোলনে অংশ নিয়ে আওয়ামীলীগ সরকার শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিয়ে আন্দলন করেছে এটাও তার আ’লীগ বিরোধীর বড় প্রমান।
সে দাবী করে বলেন, তার দোকানদারীর ব্যবস্যা নষ্ট করা ও তাকে বিপদগ্রস্থ করে শান্তি নষ্ট করতে কেউ না কেউ আওয়ামীলীগের ট্যা

গ দিয়ে প্রশাসনের মাধ্যমে তাকে হয়রানী করে হেয় প্রতিপন্ন ও সন্মান হানী করার চেষ্টা চালাচ্ছে। যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সে। সংবাদ সম্মেলনের মাধ্যমে সে শান্তিপূর্ণ ভাবে ব্যবস্যা করার তে দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলন কালে তার বড় ছেলে মোঃ জুবায়ের হোসেন তার সাথে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!