1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

রসুলপুর রেলস্টেশনে টাস্কফোর্সের অভিযান ২ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে
87

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকার অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার জাহান এর উপস্থিতিতে, ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দলটি আনুমানিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (১৮৩০ ঘটিকায়) চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। অভিযানে ট্রেনের বিভিন্ন বগি তল্লাশি করে বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাল, ফুচকা ও কসমেটিক্স সামগ্রী মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২,৭১,০৫,৪০০ টাকা (দুই কোটি একাত্তর লক্ষ পাঁচ হাজার চারশত) বলে জানায় বিজিবি। উদ্ধারকৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়নের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন,

চোরাচালান বিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি আরও কঠোর অবস্থান নেবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!