জেলা প্রতিনিধি, নেত্রকোণা:
নেত্রকোনার মোহনগঞ্জ থানা মোড় এলাকায় নারায়ণ পাল (৪০) নামে এক মনোহারি ব্যাবসায়িকে গলা
কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৬ অক্টোবর সোমবার আনুমানিক রাত ৯টা থেকে ১১টার মধ্যে ঘটনাটি ঘটেছে।
নারায়ণ পাল মোহনগঞ্জ পৌরসভার রাউত পাড়া এলাকার নিরো পালের ছেলে। তিনি থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে ব্যাবসা প্রতিষ্টানটি চালাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহনগঞ্জ পৌরসভার উত্তর দৌলতপুর এলাকার থানার মোড়ে নারায়ণ পালের দোকানে সোম বার দিবাগত রাত ১১টার দিকে নারায়ণ পালের গলা কাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান একজন ক্রেতা। এ সময় আশপাশের দোকানসমূহ বন্ধ থাকায় ওই ক্রেতা জোরে চিৎকার করে লোকজন ডাকেন এবং তার ডাক শুনে অনেকেই আসেন। পরে লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে সূরতহাল রিপোর্ট তৈরী করার পর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনার রহস্য উন্মুচনের জন্য ‘আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করাসহ তদন্ত চলছে। মামলার প্রক্রিয়া চলছে।