1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

লালমোহন গজারিয়া বাজার সড়কের বেহাল দশা, নেই সংস্কারের উদ্যোগ।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

নিজাম, লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম বাজার থেকে গজারিয়া খালগরা পর্যন্ত প্রধান সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় মাঝখানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রতিদিন শত শত মোটরসাইকেল, কাভার্ড ভ্যান, অটোরিকশা ও বিভিন্ন যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। ভাঙাচোরা সড়কের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটু-সমান পানি জমে যায়, যা দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।

বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে তাদের ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনে নানান ভোগান্তি সৃষ্টি হয়েছে।

একজন স্থানীয় পথচারী জানান, “এই সড়কটি দ্রুত সংস্কার না হলে জনসাধারণ ও ব্যবসায়ীদের দুর্ভোগ আরও চরমে পৌঁছাবে।”

এলাকাবাসীর দাবি, অতি দ্রুত এ সড়কটি সংস্কার ও মেরামতের ব্যবস্থা করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!