নিজাম, লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম বাজার থেকে গজারিয়া খালগরা পর্যন্ত প্রধান সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় মাঝখানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রতিদিন শত শত মোটরসাইকেল, কাভার্ড ভ্যান, অটোরিকশা ও বিভিন্ন যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। ভাঙাচোরা সড়কের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটু-সমান পানি জমে যায়, যা দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।
বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে তাদের ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনে নানান ভোগান্তি সৃষ্টি হয়েছে।
একজন স্থানীয় পথচারী জানান, “এই সড়কটি দ্রুত সংস্কার না হলে জনসাধারণ ও ব্যবসায়ীদের দুর্ভোগ আরও চরমে পৌঁছাবে।”
এলাকাবাসীর দাবি, অতি দ্রুত এ সড়কটি সংস্কার ও মেরামতের ব্যবস্থা করা হোক।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত