মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ বীরগঞ্জ :-
দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদের সভাপতিত্বে জেলা বিসিক উপমহাব্যবস্থাপক মোঃ জাহেদুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিব সরকার, আনসার বাহিনীর প্রতিনিধি জাহিদ হাসান, ফায়ার সার্ভিস অফিসার মোঃ মসলেম উদ্দীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ঐক্য পরিষদের আহ্বায়ক মনোজ কুমার রায় ও সদস্য সচিব টিক্কা রাম রায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা, বিদ্যুৎ ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পূজামণ্ডপে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ ও সাধারণ মানুষের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
বীরগঞ্জে এবছর ১৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।