বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলার মাঠে প্রতিনিয়ত অবৈধ চায়না দুয়ারি রিং জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এসব জাল দিয়ে শিকারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছের রেণু ও পোনা ধ্বংস হচ্ছে।
জানা গেছে, দিন-রাত সমানতালে চলছে অবৈধ এই জাল দিয়ে মাছ শিকার। বিশেষ করে কই, চিংড়ি, টেংরা, টাকি মাছের বাচ্চাসহ সব ধরনের ছোট মাছ বিলীন হয়ে যাচ্ছে। এতে দেশীয় মাছের অস্তিত্বই হুমকির মুখে পড়েছে। সচেতন মহলের আশঙ্কা—এখনই ব্যবস্থা না নিলে সামনে ভয়াবহ চিত্র দেখা দিতে পারে।
একসময় তারা কারেন্ট জাল বা সুতি জাল দিয়ে মাছ শিকার করতো কিন্তু বর্তমানে নতুন নতুন জালের ফাঁদে সব ধরনের মাছের বাচ্চা উজাড় হয়ে যাচ্ছে। বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নে স্থানীয় এক ব্যক্তি জানান, “পাঁচ বছর আগে এই মাঠে প্রচুর খুচরা মাছ পাওয়া যেত। এখন অবৈধ জালের কারণে সেই দিনগুলো হারিয়ে গেছে।”
এ বিষয়ে বরুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া জামান নিতু বলেন, “অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সতর্ক করা হচ্ছে যাতে তারা চায়না দুয়ারি রিং জাল ব্যবহার না করে।” জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় মুঠোফোনে মৎস্য কর্মকর্তা জানান আমাদের অভিযান সব সময় চলমান কিন্তু প্রচারের কারণে তেমন দেখা যায় না।