কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে উপজেলার বিতারা ইউনিয়নের নিন্দপুর গ্রামে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় একটি ড্রেজার জব্দ ও পাইপ ভেঙে দেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে একই দিনে গোহট উত্তর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় অনুমোদনহীন একটি মেলা বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।