
আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের বিপণী বিথীর দোকান উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে জেলা শহরের সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে জরুরি ওষুধপ্রয়োজনে আসা রোগী ও তাদের স্বজনরা।
জানা গেছে, মহিলা কলেজের বিপণী বিথীতে ১৪টি দোকান রয়েছে, যার অধিকাংশই ওষুধের দোকান। সম্প্রতি কলেজের সামনে দৃষ্টিনন্দন ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এ প্রক্রিয়ায় দোকানগুলো উচ্ছেদের দাবি তোলে কলেজের শিক্ষার্থীরা। তারা এ নিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
তবে ব্যবসায়ীরা দাবি করছেন, তারা সরকারি নিয়ম মেনে বৈধভাবে দোকান পরিচালনা করছেন। কলেজ কর্তৃপক্ষ হঠাৎ করে দোকান উচ্ছেদের নোটিশ দিয়েছে, যা তারা ‘অন্যায় ও অমানবিক’ বলে অভিহিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নূর আলম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি। কলেজ কর্তৃপক্ষ হঠাৎ করে আমাদের দোকান ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে এবং শিক্ষার্থীদের দিয়ে উচ্ছেদ আন্দোলন করাচ্ছে। এটি মানবিক নয়। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আমাদের আন্দোলন চলবে।”
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী বলেন, “কলেজের সামনে দোকানপাট থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অনেকে হেনস্তারও শিকার হচ্ছেন বলে অভিযোগ এসেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলছেন, আবার কেউ ওষুধ ব্যবসায়ীদের ক্ষতির দিকটিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানাচ্ছেন।