
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নের পিলগিরি গ্রামে বসতঘরের সামনে টিনের বেড়া তুলে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মো. জামাল হোসেন পাটোয়ারীর পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হঠাৎ করে টিনের বেড়া দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হতে মারাত্মক সমস্যায় পড়ছেন। স্থানীয় এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে।
এ ঘটনায় আদালতে দেওয়ানি মামলা নং–২৪৪/২০২২ (মোকাম কুমিল্লা, বিজ্ঞ সহকারী জজ আদালত, বরুড়া) দায়ের রয়েছে। মামলার প্রেক্ষিতে বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও দাখিল করা হয়েছে।
ভুক্তভোগী মো. জামাল হোসেন পাটোয়ারীর পরিবারের সদস্যরা বলেন, আমরা বহু বছর ধরে এই জায়গায় বসবাস করছি। কিন্তু আবু তাহের গং জোরপূর্বক টিনের বেড়া তুলে আমাদের ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিয়েছে।”
তারা আরও জানান, রহিমানগর বি.এ.বি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিলগিরি খারুল হাজী আব্বাস আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আবুল হোসেন পাটোয়ারী এবং তাঁর ছোট ভাই আবু জাফর (মনু)—উভয়েই ১২নং আড্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা—গত ১ নভেম্বর ২০২৫, শনিবার, বহিরাগত কিছু লোকের সহযোগিতায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে পাশের মো. জামাল হোসেন পাটোয়ারীর ঘরের সামনে জোরপূর্বক টিনের বেড়া দেন।
এর ফলে জামাল হোসেন পাটোয়ারীর পরিবারের বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্র দেখিয়ে বাড়ির মহিলাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। এলাকাবাসী ঘটনাটি প্রত্যক্ষ করলেও বহিরাগতদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি।
এ বিষয়ে অভিযুক্ত আবু জাফর (মনু) সাংবাদিকদের বলেন,আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি।”
এদিকে, এলাকাবাসীর আশঙ্কা—ঘটনাটিকে কেন্দ্র করে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী জামাল হোসেন পাটোয়ারীর ছেলে রাফি জানান, আমাদের সঙ্গে আবু জাফর (মনু)দের কোনো ব্যক্তিগত বিরোধ নেই। কিন্তু আমার নানুর বসতঘর তৈরির জন্য আমরা লক্ষ লক্ষ টাকার মালামাল এনেও ঘর নির্মাণ করতে পারছি না। এতে আমাদের মালামাল নষ্ট হচ্ছে। আমরা ঘরের সামনে বেড়া তুলে আমাদের ঘরবন্দী করে রাখার বিচার চাই।”