জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধ :
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বেশ কয়েকটি গ্ৰামে ইতিমধ্যেই যমুনা নদীর আগ্ৰাসী ভাঙ্গন শুরু হয়েছে। গতো ২৮ জুন শনিবার অত্র এলাকার জনগণ নদী ভাঙ্গন স্থানে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেন। এবং তারা সেই নদী ভাঙ্গনের কারণ হিসেবে অবৈধ বালু উত্তোলন বলে জানান। তারা আরো জানান ভাঙ্গন রোধে একটি ক্রসবার নির্মাণ করতে হবে ।
আজ ২৯ জুন রবিবার গ্ৰামবাসী ১৯০ জনের স্বাক্ষর সহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের প্রধান সচিবের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রধানের সময় উপস্থিত ছিলেন ৬ নং ছোনগাছা ইউনিয়নের সম্মানিত জামাত ইসলামের আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম, জনাব মোঃ শাহাদাত হেসেন হিমেল, মো: শহীদুল ইসলাম-সহকারী অধ্যাপক ,মোঃ আব্দুল ওয়াদুদ, এস এম শামীম রেজা, নাসিম শেখ,আরো অন্যান্য বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন এবং স্বাক্ষর করেছেন |