1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

খালেদা জিয়া ছিলেন মানুষের আশার প্রদীপ’—দুর্গাপুর দক্ষিণে দোয়া মাহফিলে হাজী আমিন উর রশিদ ইয়াছিন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
43

কুমিল্লা প্রতিনিধি:

গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি তাঁর বক্তব্যে দেশনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের আশার প্রদীপ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন:
​রেজাউল কাইয়ুম, সভাপতি, আদর্শ সদর উপজেলা বিএনপি।
​শফিউল আলম রায়হান, সাধারণ সম্পাদক, আদর্শ সদর উপজেলা বিএনপি।
​ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক, আদর্শ সদর উপজেলা বিএনপি।

​মাহফিলে দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!