কুমিল্লা প্রতিনিধি:
গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি তাঁর বক্তব্যে দেশনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের আশার প্রদীপ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন:
রেজাউল কাইয়ুম, সভাপতি, আদর্শ সদর উপজেলা বিএনপি।
শফিউল আলম রায়হান, সাধারণ সম্পাদক, আদর্শ সদর উপজেলা বিএনপি।
ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক, আদর্শ সদর উপজেলা বিএনপি।
মাহফিলে দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত