1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

কুমিল্লায় ঝটিকা মিছিলের অভিযানে ৫০ জন গ্রেফতার।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
12

কুমিল্লা প্রতিনিধ।।

 

জননিরাপত্তা বিঘ্ন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—বিদেশে অবস্থানরত আকম বাহার, রওশন আলী মাস্টারসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন নেতা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল সংগঠনের জন্য স্থানীয়দের অর্থ পাঠাচ্ছে। সরকারবিরোধী উস্কানির অংশ হিসেবে এসব মিছিলে অংশগ্রহণকারীদের ৫০ সেকেন্ডের মিছিলের বিনিময়ে ১০ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হচ্ছিল।

অভিযানের তথ্যে আরও জানা যায়, অংশগ্রহণকারীদের বেশিরভাগই নিজেদের পরিচয় গোপন রাখতে রুমাল বা মাস্ক ব্যবহার করছিলেন। এদের মধ্যে নির্দলীয় ভাড়াটে লোকও রয়েছে, যারা মাইক্রোবাস ও সিএনজিযোগে এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে মিছিলে অংশ নিতেন।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে উস্কানি ও প্ররোচনার মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ এবং মিছিলের পরিকল্পনা করা হচ্ছিল বলে জানা গেছে।

কুমিল্লা জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, “রাষ্ট্রবিরোধী ও জননিরাপত্তা বিঘ্নকারী এই কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!