1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

গ্রামীণ ন্যায়বিচারে নতুন দিগন্ত: মেঘনায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে
96

মোহাম্মদ এমরান হোসেন রিটন মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:


গ্রামীণ পর্যায়ে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মেঘনা উপজেলায় ইউপি সদস্যদের অংশগ্রহণে “গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন (EU)জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে।

দুই দিনব্যাপী অনাবাসিক এ প্রশিক্ষণে চারটি ব্যাচে আটটি ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গ্রাম আদালত আইন, বিধিমালা ও আদালত পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন মেঘনা উপজেলা নির্বাহী অফিসার জনাব মৌসুমী আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,

“গ্রাম আদালত হলো পাঁচ সদস্যের একটি উপ-প্রাতিষ্ঠানিক আদালত, যেখানে একজন চেয়ারম্যান, দুইজন ইউপি সদস্য ও দুইজন স্থানীয় ব্যক্তি অন্তর্ভুক্ত থাকেন। তাই ইউপি সদস্যদের গ্রাম আদালত সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি ইউপি সদস্যদের আইন ও বিধিমালা অনুসারে গ্রাম আদালত পরিচালনার আহ্বান জানান এবং জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন উপজেলা রিসোর্স টিমের সদস্যবৃন্দ এবং গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি সদস্যরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান তারা মাঠপর্যায়ে কাজে লাগিয়ে গ্রামীণ জনগণের দ্রুত ও সাশ্রয়ী ন্যায়বিচার নিশ্চিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!