1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

চেম্বার আদালতে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে
88

নিজস্ব প্রতিবেদক:  


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর আগে গত রবিবার (৯ নভেম্বর) হত্যাসহ পাঁচটি মামলায় তাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

সেদিন বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলাসহ পাঁচটি মামলায় আইভীর জামিন মঞ্জুর করেন। আদালত তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।

তবে একই দিন রাষ্ট্রপক্ষ হাইকোর্টের ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। পরবর্তীতে চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন।

এর আগে গত ৯ মে নিজ বাড়ি থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই বছরের ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আইভীকে আবারও কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় নিহত মিনারুলের ভাই নাজমুল হক গত বছরের ২৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। মামলায় সেলিনা হায়াৎ আইভীসহ ১৩২ জনকে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়। ওই মামলায় আইভী ছিলেন ১২ নম্বর এজাহারভুক্ত আসামি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!