1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

বিবিরবাজার সীমান্তে চোরাচালান ব্যর্থ, বিজিবির অভিযানে জব্দ কোটি টাকার ভারতীয় পণ্য

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
41

রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৮ লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও শাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) ভোররাতে আনুমানিক ০০৪০ ঘটিকায় আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্তের প্রায় ৮ কিলোমিটার অভ্যন্তরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ী ও শাল উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৩৮ হাজার টাকা।

বিজিবি জানায়, আটককৃত মালামাল নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!