1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL) নজরুল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

রুবেল ইসলাম ,নজরুল বিশ্ববিদ্যালয়:

 

দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক, ইউটিএল (University Teachers’ Link – UTL) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় কনফারেন্স রুমে এ কমিটি ঘোষণা করেন ইউটিএল এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১১ সদস্য বিশিষ্ট কমিটিতে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামানকে আহ্বায়ক এবং লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদকে সদস্য সচিব করা হয়েছে৷

কমিটির অন্য সদস্যরা হলেন-

যুগ্ম আহবায়কঃ মো. অলি উল্লাহ, সহকারী অধ্যাপক, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগ,যুগ্ম সদস্য সচিবঃ মো. জিল্লাল হোসাইন, প্রভাষক, ইতিহাস বিভাগ,ট্রেজারারঃ ড. মো. জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ব্যাবস্থাপনা বিভাগ,আহবায়ক সদস্যঃ মো. নুরে আলম, সহযোগী অধ্যাপক, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগ, ড. মাহবুবুন নাহার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সাইয়েদ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ,সুমনা আক্তার সুমি, প্রভাষক, মার্কেটিং বিভাগ, মো. আবির হোসেন, প্রভাষক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ।

এ সময় ইউটিএল- এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা-এই চার মূলনীতিকে ধারণ করে ২০২৫ সালের জুলাই মাসে ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL) আত্মপ্রকাশ করে। জুলাই বিপ্লবের চেতনা ও মূল্যবোধকে ধারন করে এই সংগঠন গঠিত হয়েছে, যার লক্ষ্য শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, গবেষণার উৎকর্ষতা, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরনে সহায়তা এবং জাতীয় নীতিনির্ধারণে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে নিরলসভাবে কাজ করা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে তিনটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্ব- ১৯৪৭ সালের আজাদি, ১৯৭১ সালের স্বাধীনতা ও ২০২৪ সালের জুলাই বিপ্লব- থেকে ইউটিএল তার প্রেরণা গ্রহণ করেছে। এই তিন ঐতিহাসিক মাইলফলক বাংলাদেশের আত্মপরিচয়, স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে, UTL তার ধারাবাহিক রূপায়ণে ভূমিকা রাখতে চায়। এ সময় তিনি ইউটিএল এর মিশন, ভিশন ও ইউটিএল এর মৌলিক কার্যক্রম তুলে ধরেন।’

ইউনিভার্সিটি টিচার্স লিংক নজরুল বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নৈতিক ও আদর্শিক রূপান্তরের সময় চলছে। এই প্রেক্ষাপটে শিক্ষকদের নীরব পর্যবেক্ষকের ভূমিকা থেকে বেরিয়ে এসে জাতির দিকনির্দেশক ও জনাতা হিসেবে কাজ করা প্রয়োজন। সেই লক্ষ্যেই UTL একটি সক্রিয়, পেশাদার ও সক্ষম শিক্ষক সংগঠন হিসেবে নিজেকে গড়ে তুলছে। যা গত ২৬ জুলাই ইউটিএল এর আত্মপ্রকাশ পরবর্তী সময়ে নানা কার্যক্রমের দ্বারা পরিলক্ষিত হয়েছে।’

উল্লেখ্য, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে গত ২৬ জুলাই আত্মপ্রকাশ করে ইউটিএল। তাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!