1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্দ্যোগে সেনবাগে মেধা উৎসব- ২০২৫ অনুষ্ঠিত।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

মো হাবিবুর রহমান সেনবাগ উপজেলা প্রতিনিধি

সেনবাগ উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীবৃন্দ এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কে সংবর্ধনা প্রদান এবং সর্বোচ্চ গড় নম্বর প্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে “গোল্ড মেডেল” প্রদান অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা ৩০ মিনিটে সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠান সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদূর রহমান রাকিবের ও নুরুল আলম দোলন সঞ্চালনায় ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক- শিক্ষানুরাগী জনাব লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শিরীন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম,
সেনবাগ থানার অফিসার ইনচার্জ জনাব এস এম মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বোরহান উদ্দিন, প্রধান উপদেষ্টা সৈয়দ হারুন ফাউন্ডেশন ও সিইও, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি জনাব আলহাজ্ব আবদুস সাত্তার স্যার, সেনবাগ উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক জনাব মাষ্টার মনিরুল ইসলাম,ও মাষ্টার আমিন উল্যাহ বিএসসি সহ প্রমুখ নেতৃবৃন্দ। সেনবাগ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক বিদ্যালয়, ভোকেশনাল বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ৯৮ জন কৃর্তি ছাত্র-ছাত্রী শিক্ষার্থীদের মেধা উৎসবের সার্টিফিকেট নগদ অর্থ সম্মানী বিতরণ ও দুজন মেধাবী কৃর্তি শিক্ষার্থীকে গোল্ড মেডেল পুরস্কৃত করেন।

উক্ত মেধা উৎসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের সভাপতি,সম্পাদক ও সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবক-অভিভাবিকা,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!