1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ এমরান হোসেন রিটন মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

পি আর ছাড়া নির্বাচন মানি না, মানবো না—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়তে ইসলামী মেঘনা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মেঘনা উপজেলার মানিকারচর বাজারে বের হওয়া মিছিলের মাধ্যমে জামায়াত ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে, যার মধ্যে মূল দাবি হলো জাতীয় সংসদ নির্বাচনে পি আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বাস্তবায়ন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে ভোটগ্রহণ আয়োজন করা আবশ্যক। তারা সরকারের প্রতি গণতান্ত্রিক দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য ও কুমিল্লা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দীন মোল্লা।

বক্তারা ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার গুরুত্বও তুলে ধরেন।

বিক্ষোভ মিছিলে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!