নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার গুরুত্বপূর্ণ এক পৌরসভা বরুড়া। যেখানে বেশিরভাগ সড়ক কাঁচা ও ভাঙ্গা। পৌরসভার ৯ টি ওয়ার্ডের সড়কগুলোতে ২০ বছরেও লাগে নি উন্নয়নের ছোয়া। তারই এক সড়ক বরুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের পুরান কাদবা বেকারী থেকে রাজপুরগামী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। একদিকে সড়কের ঢালাই ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়েছে, অন্যদিকে একটু বৃষ্টিতে সড়কে হাঁটু পানি। এতে করে তীব্র ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায় বরুড়া নিমসার সড়ক থেকে পুরান কাদবা বেকারী থেকে রাজাপুরগামী সড়ক প্রায় ৯০০ মিটার সড়ক ২০০৪ সালে পাকা করা হয়। সেই রাস্তা ২০ বছর পর মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সড়কের পাশের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির সময়ে সড়কদিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে যায়। সড়কটি এতই গুরুত্বপূর্ণ য পৌরসভার বাহিরের আগানগর ইউনিয়নের রাজপুরের মানুষ বরুড়া পৌরসদরে আসতে এই সড়ক দিয়ে যাতায়াত করে। তাই সড়কটি দ্রুত ভেঙ্গে পড়েছে আবার এই সড়ক দিয়ে প্রতিয়নত ট্রাক সহ ব্যক্তিগত যানবাহন চলাচল করায় সড়কটি দ্রুত ভেঙ্গে যায়। আবার এই সড়ক দিয়ে রাজাপুর হয়ে বরুড়া বাতাইছড়ি কুমিল্লা যাওয়া যায়।
স্থানীয়রা জানান গত ২০ বছরে এই সড়কটির কোন উন্নয়ন হয়নি। পৌরসভার বাসিন্দা হয়ে কর দিয়েও পৌরসভার কোন সুযোগ সুবিধা পাচ্ছি না বৃষ্টি হলে হাঁটু পানি, সড়কটি খানাখন্দ খুবই লাজুক অবস্থা। বর্তমানে বরুড়ায় ব্যাপক উন্নয়ন হলেও এই সড়কটির উন্নয়ন হয়নি।
এই বিষয়ে বরুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান পৌরসভার তেমন কোন প্রকল্প না থাকায় সড়কের উন্নয়ন হয়নি। তবে কোন প্রকল্প পেলে সড়কটি উন্নয়ন করার চেষ্টা করব।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নু এমং মারমা মং জানান পৌরসভার কোন সড়কগুলো প্রকল্পে আছে তা আমার জানা নেই। আমি পৌরসভার প্রকৌশলীদের সাথে কথা বলে সড়কটির উন্নয়ন করার চেষ্টা করব।