নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৯ সেপ্টেম্বর :
দক্ষিণ এশিয়ার বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও কুমিল্লার নাঙ্গলকোট থেকে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য (১৯৯১-১৯৯৬) ডা. এ কে এম কামরুজ্জামান আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডা. কামরুজ্জামান দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, ভদ্রতা ও অমায়িক ব্যবহারের জন্য সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি ডাক্তারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। সাধারণ ও সাদামাটা জীবনযাপনের মধ্য দিয়ে তিনি মানুষের কাছে ছিলেন প্রিয় একজন জননেতা।
দীর্ঘ সময় তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। কয়েক মাস আগে তিনি দেশে ফিরে আসেন। এর আগে ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। আওয়ামী লীগে যোগদানের পর তিনি আবার আমেরিকায় চলে যান। তবে দেশে ফিরলে কুমিল্লায় গিয়ে পুরনো সহযোদ্ধা ও পরিচিতজনদের খোঁজ-খবর নিতেন।
কুমিল্লায় প্রতিষ্ঠিত তাঁর মানসিক চিকিৎসা কেন্দ্র এ অঞ্চলের অসংখ্য রোগীর কল্যাণে কাজ করছে। মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, সহকর্মী, চিকিৎসক সমাজ ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।