1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

রাজনৈতিক দলগুলোর মাঝে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে সবার এক হতে হবে।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

উত্তম কুমার, যশোর

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নূর বলেছেন,রাজনৈতিক দলগুলোর মাঝে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে সবার এক হতে হবে।
নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। রাজনীতি হতে হবে জনগণের জন্য। পুরানো দুর্বৃত্তায়নের রাজনীতি এদেশে আর চলবে না। জনগণের রাজনীতি করতে হবে। জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি শুক্রবার যশোর টাউন হল মাঠে গণঅধিকার পরিষদ যশোর (জিওপি) আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, সংস্কারের ক্ষেত্রে সব দলের মতের প্রতিফলন হয়নি, জুলাই ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল মতৈক্যে পৌঁছুতে পারেনি, যা হতাশাজনক। পুরানো ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা সম্ভব না।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ.বি.এম আশিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক রাশেদ খান। বিশেষ অতিথি ছিলেন, মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আল মামুন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল। অনুষ্ঠান পরিচালনা করেন, গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!