1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীরের অফিসে অনুপস্থিতি নিয়ে প্রশাসনের নজর।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

রুবেল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয়:

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (বর্তমানে দায়িত্বে নেই এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরে সংযুক্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের অফিসে নিয়মিত না যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মন্ডল জানিয়েছেন, “উনি নিয়মিত আমার দপ্তরে আসেন না, তবে শুনেছি ক্যাম্পাসেই থাকেন।”

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে শরীরচর্চা শিক্ষা দপ্তরে গিয়ে হুমায়ুন কবীরকে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পরিচালক বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আমার কাছে কিছু জানতে চায়নি। চাইলে আমি জানাবো।”

তবে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত ড. মো. হুমায়ুন কবীরের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা গ্রহণযোগ্য নয়। আমরা এখনো ঐ দপ্তর থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ড. হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। পরে তাকে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সরিয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরে সংযুক্ত করা হয়।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৮৪৫৫৮২৫২৯

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!