1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

সেনবাগ ফাজিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃহাবিবুর রহমান সেনবাগ উপজেলা প্রতিনিধি.

(১৪ আগষ্ট) বৃহস্পতিবার বেলা ১২টার সময় এক আনন্দঘন মুহূর্তে
সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর গ্রামের সমাজ সেবক, মানবতার ফেরিওয়ালা নাম খ্যাত, কৃতি সন্তান, মরহুম সৈয়দ রুহুল আমিন সাহেবের একমাত্র ছেলে টপস্টার গ্রুপ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দ হারুন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ সেনবাগ ফাজিল মাদ্রাসার উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্প্রতি তিনি সম্পূর্ণ স্বতঃপ্রণোদিতভাবে ২ (দুই) লক্ষ টাকা পে-অর্ডারের মাধ্যমে মাদ্রাসার আজীবন দাতা সদস্য হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। তাঁর এই মহানুভবতা নিঃসন্দেহে স্থানীয় শিক্ষার অগ্রগতিতে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

উক্ত পে-অর্ডারের কপি সেনবাগ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন সাহেবের নিকট হস্তান্তর করেন। লায়ন সৈয়দ হারুন এমজেএফ পক্ষ থেকে
সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও হাজী মোঃ আবদুস ছাত্তার, সেনবাগ উপজেলা জমিয়াতুল মোদার্রেসিনের সভাপতি মোহাম্মদ আমিরুজ্জামান, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।
লায়ন সৈয়দ হারুন
এম জেএফ
এর শিক্ষানুরাগ, সমাজসেবার দৃঢ় মনোভাব এবং উদারতা নিঃসন্দেহে শিক্ষানুরাগী মহল ও তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!