1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

কাজিপুরে আমিনা মনসুর কলেজ পরিচালনা পর্ষদের উন্মুক্ত সভা।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে
138

অঞ্জনা চৌধুরী,

 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের এক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ফরিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। সভাপতি হিসেবে প্রথমবারের মতো আয়োজিত সভায় তিনি কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। অন্যরা যা করেছে আমরা তা করতে চাইনে। এসময় তিনি কলেজে কর্মরত শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান পরিচালনা করার আহবান জানান। সহকারি অধ্যাপক আবদুল জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, নাটুয়ারপাড়া কলেজের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান বাবলু বক্তব্য রাখেন।এর পূর্বে সভাপতিকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!