1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

যমুনা উপজেলা’ বাস্তবায়ন বিষয়ে কাজিপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
133

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের বিষয়ে সাংবাদিকদের সাথে এম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাজিপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এই মতবিনিময় সভায় কাজিপুরে কর্মরত সাংবাদিকগণ অংশ নেন। সভায় সাংবাদিকদের যমুনা উপজেলা গঠনের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন চরের বাসিন্দা গণমাধ্যম ব্যক্তিত্ব ও যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক আতিকুর রহমান শাকিল ও প্রকৌশলী ফরিদুল ইসলাম। এসময় তারা যমুনা দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়নের মানুষের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, আইনি সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভৌগোলিক কারণেই বছরের পর বছর বঞ্চিত হবার বিষয়টি তুলে ধরেন। তারা জানান, ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর লিখিত একটি স্মারকলিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়েছে। সেখানে চরাঞ্চলের প্রায় দেড়লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা সংকট, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, বিদ্যুৎ ও কৃষিক্ষেত্রে সমস্যা, প্রশাসনিক সেবা, যোগাযোগ সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। চরাঞ্চলের আপামর জনগোষ্ঠীর যমুনা উপজেলা গঠনের বিষয়ে পূর্ণ সমর্থন রয়েছে বলে তারা দাবী করেন। এসময় যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম লিটন ও প্রকৌশলী সাইফুল্লাহ আল গালিব, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক গোলাম কিবরিয়া, টিএম কামাল, আব্দুল মজিদ, কোরবান আলী, কেএম আনোয়ার হোসেন, আল মাহমুদ সরকার জুয়েল, অঞ্জনা চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!