মোঃ এমরান হোসেন রিটন প্রতিনিধি
“মানুষ মানুষের জন্যই”—এই মানবিক দর্শনকে বাস্তবে রূপ দিয়ে প্রশাসনের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করেছেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম। কনকনে হাড়কাঁপানো শীতের রাতে যখন মানুষ উষ্ণতার খোঁজে লেপ-কম্বলের আশ্রয়ে ঘরে বন্দি, ঠিক তখনই অসহায় ও শীতার্ত মানুষের পাশে ছুটে যান এই মানবিক কর্মকর্তা।
ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে গভীর রাতে শহরের অলিগলি, বাজারের ফুটপাত, সেতুর নিচে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দিয়ে তিনি স্থাপন করেছেন মানবতার এক অনন্য দৃষ্টান্ত। এতে একদিকে যেমন অসহায় মানুষের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি, অন্যদিকে তেমনি সর্বমহলে প্রশংসিত হয়েছে প্রশাসনের মানবিক উদ্যোগ।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় হোমনা উপজেলার ৬০টি মাদ্রাসা ও এতিমখানায় মোট ২ হাজার ১৮টি কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি সরাসরি শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝেও কম্বল বিতরণ করেন ইউএনও মো. শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক ও সরাসরি মাঠপর্যায়ের উদ্যোগ সচরাচর দেখা যায় না। তারা বলেন, ইউএনও শহিদুল ইসলাম শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একজন প্রকৃত মানবিক মানুষ। তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. সাইদুল ইসলাম, ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন,
“দেশজুড়ে শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সাধারণ মানুষ বিশেষ করে দরিদ্র ও ছিন্নমূলরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় কম। তাই সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের এগিয়ে এসে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।”
ইউএনওর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসার জোয়ার তুলেছে এবং শীতার্ত মানুষের জন্য এনে দিয়েছে কিছুটা স্বস্তি।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত