1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

হোমনায় অটোরিকশা ছি’নতা’ই’কে কেন্দ্র করে চালক শান্ত দাসকে জ’বাই করে হ’ত্যা! পরিচয় নিশ্চিত করল পরিবার

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
74

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা তিতাস প্রতিনিধি

কুমিল্লার হোমনায় অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে চালককে জবাই করে হত্যার এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির পরিচয় প্রথমে অজ্ঞাত থাকলেও আজ সকালে তার পরিবার ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করে। নিহতের নাম শান্ত দাস, পিতা অরুন চন্দ্র দাস। তিনি হোমনা বিজয়নগর গ্রামের গ্রাম্য পুলিশ সদস্য এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন বলে পরিবারের ভাষ্য।

পরিবারের বরাতে জানা যায়, শান্ত দাস প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। পরে রাত গভীর হলে পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। আজ সকালে কারারকান্দি ১ নং ওয়ার্ডে কারাকান্দি থেকে বাহেরখোলা রোডের পাশে রাস্তার ধারে জবাই করা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে ধারণা করছে—অটোরিকশা ছিনতাই করতে গিয়েই দুর্বৃত্তরা শান্ত দাসকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে।

নিহতের বাবা অরুন চন্দ্র দাস বলেন, “আমার ছেলে শান্ত প্রতিদিন অটোরিকশা চালাত। ছিনতাইকারীরা অটোরিকশা নেওয়ার জন্যই তাকে হত্যা করেছে।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এলাকাজুড়ে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!