1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

সৈয়দপুরে ৫৪২টি মোবাইল সিমসহ প্রতারক চক্রের তিন সদস্য আটক।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুর শহর থেকে একটি প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। জেলা পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আক্তার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল এই অভিযান চালায়।

আটককৃতরা হলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রামভদ্রপুর এলাকার বেলাল হোসেন ও মহসিনা বেগমের ছেলে মামুন (২২), মুহিবুল ইসলাম ও মেরিনা খাতুনের ছেলে মুরাদ ইসলাম (২৩) এবং নীলফামারী সদরের পলাশবাড়ী এলাকার মো. জহর আলীর ছেলে ইউনুস নবী সোহেল (২১)। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি টিমের ইনচার্জ (ওসি) আকতার হোসেন জানান, গত মঙ্গলবার (২২ জুলাই) রাত ১১টার দিকে তাদের সৈয়দপুর শহরের তামান্না সিনেমা হলের সামনে থেকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সঙ্গীয় ফোর্স ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৬ টি মোবাইল ফোন ও ৫৪২টি সিমকার্ড জব্দ করা হয়।

পরদিন বুধবার (২৩ জুলাই) আটককৃতদের সৈয়দপুর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং-১৮ তারিখ-২৩/০৭/২০২৫ ইং ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ১৭(২) (ক)/২১(২)/২২(২)/২৪(২)/২৭। চক্রটির সঙ্গে কারা জড়িত, তা বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

তারিখ -২৫/০৭/২০২৫ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!