মোঃ হাবিবুর রহমান সেনবাগ উপজেলা প্রতিনিধি।
(২৯ আগষ্ট) শুক্রবার বেলা ১২ টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টের অডিটরিয়ামে ঐতিহ্যবাহী
সেনবাগ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ এর এক উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে
সেনবাগ সেতুবন্ধন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর
১৬ তম বার্ষিক সাধারণ সভা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেনবাগ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর
সভায় সভাপতিত্ব করেন, সমিতির অন্যতম প্রধান স্বপ্নদ্রষ্টা ও কার্যকরী কমিটির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ এবং সঞ্চালনা করেন,
যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
সাবেক সভাপতি ইউনুস পাটোয়ারী বাচ্চু
এয়ার কমোডোর গোলাম হোসেন
যুগ্ম সচিব রফিকুল ইসলাম আলাল
উপসচিব আবু নাসের টিপু
লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাসের
টপস্টার গ্রুপের চেয়ারম্যান এ কে এম নাসির উদ্দিন টপস্টার গ্রুপের পরিচালক এবিএম শাহাদাত হোসেন
ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি এবিএম ফারুক
এডিশনাল এসপি আবুল বাছের
ট্রান্সপারেন্ট গ্রুপের চেয়ারম্যান এটিএম জহিরুল হক
সমিতির সেক্রেটারি মোজাম্মেল হোসেন সেলিম
কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ
সাধারণ সদস্য ও তাদের পরিবারবর্গ
আলোচনা পর্ব শেষে মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ। তিনি সমিতির সদস্যদের বহুদিনের লালিত স্বপ্ন সেনবাগ সিটি প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা উন্মোচন করেন।
সেনবাগ সিটি নামে ঢাকায় একটি মিনি সেনবাগ পরিকল্পনা হাতে নিয়েছেন
দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ঢাকায় ৫টি সুউচ্চ ভবনে তৈরি হবে ১৮০ পরিবারের জন্য রেসিডেনশিয়াল কমপ্লেক্স যার নাম ‘সেনবাগ সিটি’ এটি হবে একটি স্যাটেলাইট রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল সিটি, যা ঢাকার মূল শহরের সঙ্গে থাকবে নিবিড় সংযুক্তিতে।
সেনবাগ সিটির প্রস্তাবিত সুবিধাসমূহ:
সুসজ্জিত রিসিপশন
সম্পূর্ণ সিসিটিভি নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা
স্বনামধন্য কোম্পানির সিকিউরিটি ফোর্স
আধুনিক মসজিদ ও মক্তব
ডে কেয়ার ও কিন্ডারগার্টেন
সুইমিং পুল ও জিমনেশিয়াম
ব্যাডমিন্টন ও বাস্কেটবল কোর্ট
শিশু পার্ক ও ওয়াকওয়ে
সেলুন, বিউটি পার্লার
রেস্টুরেন্ট ও কফি শপ
লন্ড্রি সার্ভিস
ডাক্তারের চেম্বার ও ফার্মেসি
গ্রোসারি শপ ও স্টেশনারি
মাছ মাংস সহ সকল ধরনের কাঁচা বাজার
কমিউনিটি সেন্টার ও মিটিং রুম
অফিস স্পেস
সকাল-সন্ধ্যা ডেডিকেটেড বাস সার্ভিস(ঢাকার সাথে সংযোগের জন্য)
এটি শুধু একটি আবাসিক প্রকল্প নয়, বরং একটি পূর্ণাঙ্গ আধুনিক নগর জীবনের প্রতিচ্ছবি।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত