1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফ্যাক্টরি সহ ২০টি দোকান পুড়ে ছাই।

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুর রহমান সেনবাগ উপজেলা প্রতিনিধি।

সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফ্যাক্টরি ও অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মহিব উল্ল্যাহর মালিকানাধীন ফ্যাক্টরি ও আশপাশের দোকানগুলোতে, ফলে মুহূর্তেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রবিবার সকালে উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সেবারহাট মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও জামায়াতে ইসলামীর ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের আমীর জনাব আবুল খায়ের, সেক্রেটারি মো. জহির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। স্থানীয়রা বলেন, যদি দ্রুত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেওয়া যেত, ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হতো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!