মোঃ হাবিবুর রহমান সেনবাগ উপজেলা প্রতিনিধি :-
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা
দুর্নীতি দমন কমিশন কর্তৃক গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে মাধ্যমিক স্কুল পর্যায়ে
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছ।
০৪ আগষ্ট সোমবার, সকাল ১০ ঘটিকায় সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তন
আয়োজনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মোঃ সহিদুল আলম, সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য করেন, সহকারী ভূমি কমিশনার সেনবাগ উপজেলা মোহাম্মদ জাহিদুল ইসলাম,
সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রোকেয়া বেগম,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেনবাগ উপজেলা মোহাম্মদ আলী, চিন্ময় চক্রবর্তী উপ-সহকারী দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী, মাধ্যমিক স্কুল পর্যায়ে
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণে অংশ গ্রহণ করেন, ৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৪জন ছাত্র-ছাত্রী বিতর্কে অংশগ্রহণ করে। প্রথম স্থান অধিকার করেন, বিজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেন, কল্যান্দি রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, এছাড়া বিতর্কে আরো ৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করেন, ছাতার পাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয় ও চাঁনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক স্কুল পর্যায়ে
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সেনবাগ উপজেলার ৩০টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের মাঝে জেলা দুদক এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরিশেষে বিতর্কে ছাত্রছাত্রীরা দেশের সার্বিক উন্নয়ন কামনা করে দুর্নীতিকে না বলুন এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সভাপতি উক্ত অনুষ্ঠান সমাপ্তি করেন।