মোঃ হাবিবুর রহমান সেনবাগ, উপজেলা, প্রতিনিধি :-
সেনবাগ পৌর শহরের অর্জুনতলা ৩নং ওয়ার্ডে অবস্থিত জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের চতুর্থ তলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন বিল্লাহ সোহেলের সভাপতিত্বে এবং মির্জা সোলেমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এফ গ্রুপের চেয়ারম্যান ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন, ভ্যালিনেক্স গ্রুপের চেয়ারম্যান সেকান্তর আলী মানিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও লায়ন আবদুল ছাত্তার, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভিপি মো. মফিজুল ইসলাম, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব আবদুল ওদুদ, মাদ্রাসা সভাপতি আবু তাহের, বিএনপি নেতা ও সমাজসেবক রহিম উল্যাহ চৌধুরী সুজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদ্রাসার নতুন ভবন শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে সহায়ক হবে। একই সঙ্গে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত