জলিলের রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধ :
গণমাধ্যম কর্মী বান্ধব জনতার মেয়র হিসেবে পরিচিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জননেতা সাইদুর রহমান বাচ্চুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না ও দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হকের যৌথ সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে জেলার শতাধিক কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রেসক্লাব প্রাঙ্গণে বর্ণিল কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রাণবন্তভাবে দিনটি উদযাপন করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা সাইদুর রহমান বাচ্চুকে একজন মানবিক, মা,মাটি ও সাংবাদিকবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আখ্যা দেন। তারা বলেন, তিনি সবসময় সাংবাদিকদের পাশে থেকেছেন, বিশেষ করে মফস্বলের গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন এবং থাকবেন। তার নেতৃত্বে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স নতুন দিগন্তে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
জন্মদিন উপলক্ষে সাইদুর রহমান বাচ্চু বলেন, এই ভালোবাসা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রেসক্লাব আমার আপন জায়গা। সাংবাদিকরা আমার পথচলার শক্তি ও প্রেরণা। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে জন্মদিনের কেক কেটে মুহূর্তটি স্মরণীয় করে তোলা হয়।
কেক কর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপি সহ-সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ ,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ,মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু,ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ,তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদসহ সিরাজগঞ্জের বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত