1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি :

বৃহস্পতিবার বিকাল ৫ :৩০ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে গোপালগঞ্জ এনসিপির ওপর নেক্কারজনক হামলার প্রতিবাদ ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সিরাজগঞ্জ দুর্গা পট্টি মোড় থেকে সদর প্রেসক্লাব হয়ে মুক্তা প্লাজার মোর বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ প্রতিবাদ মিছিলে সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যাপক মাওলানা মোঃ শাহিনুর আলম সহ
সিরাজগঞ্জ জেলা শাখার জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহিদুল ইসলাম। সহকারী জেনারেল সেক্রেটারি শহিদুল ইসলাম। অফিস সম্পাদক শাহাদাত হোসেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব হোসেন সিরাজগঞ্জ শহর শাখার শিবিরের সভাপতি এস এম শামীম রেজা সহ জেলা নেতা কর্মীরা।

এ সময় উপস্থিত নেতারা বলেন, আমরা লক্ষকরেছি গতকালকে গোপালগঞ্জ বাংলাদেশ নাগরিক পার্টির শান্তিপুর্ণ সমাবেশে কথিত আওয়ামিলীগের সন্ত্রাসীরা সমাবেশে হামলা করে বাংলাদেশকে অস্থিতিশীল করার অচেষ্টা করেছে। আমরা প্রশাসন ও এদেশের নাগরিকদের স্পষ্ট বলে দিতে চাই,যারা জুলাই যোদ্ধাদের হামলা করার দুঃসাহস দেখাবে; আমরা ৫ অগাস্টের মত এদেশ থেকে চুড়ান্ত ভাবে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। এই জুলাই দুই হাজার শহিদের স্বাধীন বাংলাদেশে যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইবে তাদেরকেই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। এদেশে দিল্লির রাজত্ব চলবে না। অন্যদেশের রাজত্ব এদেশে চলবে না

বক্তরা আরও ঘোষণা করেন, যে কোন জায়গা কিংবা যে কোন স্থানে যদি ফ্যাসিস্ট আওয়ামীর সন্ত্রাসী কর্মকাণ্ড মাথানাড়া দিয়ে উঠে সেখানেই প্রতিহত করবো ইনশাআল্লাহ।

পরিশেষে বক্তরা আহবান করেন অতীতে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছি এখনও যদি ফ্যাসিস্টদের সন্ত্রাসী বাহিনী মাথানাড়া দিয়ে উঠে সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!