জলিলুর রহমান জনি
বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে সবসময়ই দায়িত্বের সাথে অন্যান্য সকল ক্ষেত্রের পাশাপাশি জরুরী ত্রাণ ও মানবিক সহায়তায় বিশেষ অবদান রেখে চলেছেন।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৭ জুলাই সিরাজগঞ্জ সদর থানার অন্তর্গত রতনকান্দি ইউনিয়ন বাহুকা ও চর চিলগাছা গ্রামে ঘটে যাওয়া ভয়ানক ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা খোঁজখবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার শাখার সম্মানিত আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম ( সিরাজগঞ্জ সদর আংশিক কাজিপুর -১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ) |
সম্মানিত আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম তার সৌজন্যমূলক বক্তৃতায় বলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে আছেন এবং ভবিষ্যতে থাকবেন | তিনি নিজে প্রতিটা ক্ষতিগ্রস্ত বাড়ি ও ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের দুঃখের সাথে সমবেদনা প্রকাশ করেছেন |
ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িঘর পূর্ণনির্মাণ করতে সকল প্রকার সাহায্য সহযোগিতা করবে বলে জানিয়েছেন |
সিরাজগঞ্জ জেলা আমির রতনকান্দি ইউনিয়ন আমির বেল্লাল হোসেন মাস্টার ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম ফরহাদ কে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেন |
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর থানার আমির এডভোকেট নাজিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য মইদুল আলম মাস্টার, সদর থানার নাইবে আমির আনোয়ার হোসেন , আরো উপস্থিত ছিলেন রতনকান্দি ইউনিয়ন আমির বেল্লাল হোসেন মাস্টার ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম ফরহাদ।