জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে সদর উপজেলায় ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।
রবিবার ( ৩ আগষ্ট ২০২৫) রাতে যমুনা নদী তীরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রবিবার বিকালে স্থানীয়রা গরুসহ একটি নৌকাকে যমুনা নদীতে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে। পরে নৌকা পাঁচঠাকুরী এলাকায় তীরে ভিরালে গ্রামবাসী সেটিকে ঘিরে ফেলে। নৌকায় থাকা দুই ব্যক্তির কাছে থাকা গরুর কোন বৈধ কাগজপত্র না পাওয়াই এবং তাদের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় গ্রামবাসীর মধ্যে তীব্র সন্দেহ হয়।
স্থানীয়দের অভিযোগ, এই ব্যক্তিরা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় থেকে গরু চুরি করে নদী পথে যাচ্ছিল। এক পযায়ে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়ে গন পিটুনী শুরু করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা এবং নৌ পুলিশ ঘটনা স্থালে পৌছায়। পুলিশ গনপিঠুনির শিকার মুমূর্ষ অবস্থায় দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহতদের মরাদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত