1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন-পিআর পদ্ধতি কি জনগণ জানেনা,জনগণ চায় পুরোনো পদ্ধতিতেই নির্বাচন হোক

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

 

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি:

গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান বিএনপি নেতা টুকুর বিএনপি নেতা টুকু দেশের জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এ দেশের জনগণ স্বাধীনতা ও গণতন্ত্রকে ভালোবাসে।

তিনি বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে জনগণের সচেতনতা কম এবং তারা তাদের চিরচেনা পদ্ধতিতে নির্বাচন চায়। সিরাজগঞ্জে এক সমাবেশে বক্তব্য রাখার সময় টুকু বলেন, “আমাদের জনগণ চায় তাদের চিরচেনা পুরোনো পদ্ধতিতেই নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক এবং শক্তিশালী নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক।” তিনি আরও উল্লেখ করেন, দেশজুড়ে যে গণতান্ত্রিক সংকট চলছে, তা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সিরাজগঞ্জের ইবি রোডস্থ পুরোনো কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা বিএনপি আয়োজিত জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে এক বিশাল স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহাসংস্কারক,তিনি বাংলাদেশের সংস্কারের ইমারত নির্মাণ করে ছিলেন,বিএনপি সবসময়ই সংস্কারে পক্ষে,এই সময়ে সংস্কারের জন্য বিএনপি অনেক বিষয়েই ঐক্যমত পোষণ করেছে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের হলে, সেই নির্বাচিত সরকারই সকল সংস্কার ও জনকল্যাণমুখী সকল আইন প্রণয়ন করবে। তিনি আর বলেন,একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন একদলের ছিলো না, স্বাধীনতার জন্য মুক্তিপাগল সকল জনগণ অংশ নিয়ে রক্ত দিয়ে স্বাধীনতা ছিনেয়ে এনেছিলো,তেমনি ২৪ এর জুলাই আগষ্ট ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানেও গণতন্ত্র প্রিয় নির্যাতিত সকলেই অংশ নিয়ে ছিলো। নির্বাচন যত দেরি হবে ততো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হবে। তারেক রহমানকে লিখিত জবান দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আজ একটি নতুন দল আছে, যারা নিজেরা কি বলে নিজেরাই বোঝে না। আর এদেশে আর একটি দল আছে যারা সব সময় জনগনের বিপক্ষে দাড়িয়েছে। ১৯৭১ সালে একবার এদেশের বিপক্ষে দাড়িয়েছে। তার জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা যাইনি।

টুকু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।”সিরাজগঞ্জের ছাত্র গণআন্দোলন সম্পর্কে তিনি বলেন, “গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সাহসী নেতৃত্ব দিয়েছেন। বাচ্চুই ছিল সিরাজগঞ্জের প্রধান সেনাপতি।

টুকু আরও বলেন, “বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জের যুবকরা অকুতোভয়ে আন্দোলন করেছে। আমরা চাই, এই সাহসিকতা সারা দেশে ছড়িয়ে পড়ুক।” বিএনপি নেতার এই বক্তব্যের পেছনে প্রেক্ষাপট হলো, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা।

এসময় তিনি আরো বলেন, এদেশে হিন্দুরা যদি নির্যাতিত হয় তাহলে আ.লীগের আমলেও হয়েছে। হিন্দুদের অত্যাচার আ.লীগ করে, বিএনপি না। এই সিরাজগঞ্জের হিন্দুদের বেশিরভাগ সম্পত্তি আ.লীগই দখল করেছে।
কোন ষড়যন্ত্রই যেন জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

দলটির দাবি, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। বিশেষজ্ঞরা মনে করেন, বিএনপি যদি তাদের দাবিতে সফল হয়, তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে পারে।

তবে, সরকারের পক্ষ থেকে এ ধরনের দাবিকে একপেশে এবং অযৌক্তিক বলে উল্লেখ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে টুকুর এই আহ্বান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরো উপস্থিত ছিলেনখান হাসান, নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাঈদ সুইট,জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রন্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আব্বায়ক ছানোয়ার হোসেন ছানু,সদর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক তৌহিদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, ওজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, পৌর মহিলা দলের সাফিয়া সুলতানা, জান্নাতুল ইসলাম পলি, প্রমুখ। এছাড়াও জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল জনসভায় বিভিন্ন উপজেলা বিএনপি ও ইউনিয়ন, বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বক্তব্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং বিএনপির রাজনৈতিক কৌশল হিসেবে এটি গুরুত্বপূর্ণ। সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবও এই পরিস্থিতিতে বিবেচ্য বিষয়, কারণ সাধারণ জনগণের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। ভবিষ্যতে এই আন্দোলন কতটা সফল হবে, তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর কৌশল এবং জনগণের সমর্থনের ওপর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!