মোহাম্মদ এমরান হোসেন রিটন হোমনা তিতাস প্রতিনিধি
শীতের তীব্রতা থেকে অসহায় মানুষের কষ্ট লাঘব করতে মেঘনা উপজেলার বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত এতিম শিশুদের পাশাপাশি সাধারণ শীতার্ত মানুষের মাঝেও প্রায় ২০০টি কম্বল বিতরণ করেছে মেঘনা উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার নিজে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফখর উদ্দিন রাজী।
কম্বল বিতরণকালে ইউএনও মৌসুমী আক্তার বলেন, শীত মৌসুমে প্রান্তিক জনগোষ্ঠী, এতিম শিশু ও অসহায় মানুষের কষ্ট লাঘব করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সরকার শীতার্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখছে।
স্থানীয় মাদ্রাসা কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মেঘনা উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত