নিজস্ব রিপোর্টার
কুমিল্লার বরুড়ায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে এক দারুণ মানবিক উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্ট। ‘ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি’র আয়োজনে শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ ভবনের সামনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। উদ্বোধনী অনুষ্ঠানটির সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজিং ম্যানেজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরদার,আইএসইউ জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, সিএসই বিভাগের শিক্ষক মোঃ মুজিবুর রহমান মজুমদার,ডাকসুর এফ রহমান হলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ,ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোবাশিরুজ্জামান হাসান,
সাধারণ সম্পাদক মোঃ মাহাদী হাসান অনিকসহ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বরুড়া উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আইএসইউ ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় মানবিক পদক্ষেপ। স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বহুদিন ধরে বরুড়ার মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন—আজকের এই শীতবস্ত্র বিতরণ তাঁর মানবিক চিন্তার ধারাবাহিকতা। দিনব্যাপী এই কর্মসূচিতে বরুড়া পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কম্বল, মোজা, সোয়েটারসহ মোট ১৫,০০০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত