1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের মানববন্ধন

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

 

রুবেল ইসলাম, জাককানইবি প্রতিনিধি:
বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে যুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানবি) লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন এবং শিক্ষকদের পক্ষ থেকেও দাবির প্রতি সমর্থন জানানো হয়। মানববন্ধনের সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী রুমন হাসান ও সুমাইয়া শারমীন শিমু।

প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, “লোকপ্রশাসন বিভাগে এমন সব বিষয় পড়ানো হয়, যা রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই শিক্ষা ক্যাডারে আমাদের বিভাগকে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।”

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. পাভেল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানাচ্ছি, কিন্তু এখনও আমাদের সুযোগ সীমিত। সারা দেশে ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন পড়ানো হলেও সিভিল সার্ভিসে পর্যাপ্ত সুযোগ মিলছে না। আমরা চাই সরকার দ্রুত এই সমস্যা সমাধান করে আমাদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করুক।”

বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান বলেন, “আপনাদের দাবি যৌক্তিক। আমরা চাই দ্রুত এর বাস্তবায়ন হোক। তবে আন্দোলন শান্তিপূর্ণ রাখতে হবে এবং যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সেটি খেয়াল রাখতে হবে।”

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!