
চাঁদপুর প্রতিনিধি:
শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি জমি রক্ষার্থে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় এলাকাবাসীর লিখিত ও মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় গত ১৪ জানুয়ারি ২০২৬ রাত ১০টা থেকে ভোর ২টা পর্যন্ত শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে রায়শ্রী উত্তর ইউনিয়নের আওতাধীন খাটোরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি, চাঁদপুর। এ সময় অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।
অভিযান চলাকালে শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।