মনিরুল ইসলাম লালমাই প্রতিনিধি:-
লালমাই থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে শহিদুল ইসলাম যোগদান করেছেন।২৯ জুন রবিবার তিনি থানায় পোঁছলে তাকে ফুলের শুভেচ্ছা জানান বিদায় ওসি মোঃ শাহ আলম। পরে থানার অন্য অফিসারও নবাগত ওসি কে ফুল দিয়ে বরণ করেন। যোগদানকৃত ওসি শহিদুল ইসলাম চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলার বাসিন্দা। তিনি ২০০৫সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করে। পরবর্তীতে তিনি ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করেছেন। নবাগত ওসি শহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য এলাকার সর্বস্তরের জন সাধারণের একান্ত সহযোগিতা কামনা করছি।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত