মনিরুল ইসলাম লালমাই প্রতিনিধি
লালমাই উপজেলার ভুশ্চি বাজার নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে এমবিবিএস ডিগ্রি ব্যতীত এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ব্যাতীত প্রতারণামূলক ডা: পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অপরাধে মোছা: আছিয়া খাতুন (৪৩)- কে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে প্রতারণামূলক ডা: পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্যি খিসা উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাদী ও তার টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সৈয়দ হাবিবুল ইসলাম এবং ভুশ্চি ফাঁড়ি পুলিশ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ কর্তৃক এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত