জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি :
শনিবার (১২ জুলাই ) বিকালে সিরাজগঞ্জ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে শহরের দর্গাপুট্টি দলীয় কার্যালয় ও মুক্তা প্লাজার সামনে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক চোরাস্তা হয়ে বড় ফুলের সামনে দিয়ে বড় বাজারের মাঝখান দিয়ে প্রদক্ষিণ করে শেষে দর্গাপুট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সহ সেক্রেটার, অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়েত ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, অ্যাডভোকেট সাইদুল ইসলাম , বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির, মওলানা মো: আনোয়ার হোসেন , বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি এস এম শামীম রেজা |
বক্তৃতায় বলেন, চাঁদা না দেয়ায় পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী মোঃ সোহাগ (৪৩) কে রাস্তায় দিনের আলোতে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও নীতিবোধ ধারণ করে বিএনপিকে অবিলম্বে তার অঙ্গসংগঠনগুলোকে নিয়ন্ত্রণে এনে দলীয় চাঁদাবাজি ও খুনোখুনির রাজনীতি বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারকেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীতে দ্রুত মৌলিক সংস্কার করতে হবে। পুলিশ বাহিনীতে ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের বহিষ্কার করে নতুন নিয়োগ দিতে হবে। পুলিশ বাহিনীর আমূল সংস্কার না হলে দেশে চাঁদাবাজি, খুনোখুনি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। আইনশৃঙ্খলার অবনতি হলে তার দায় অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না।
জামায়েত ইসলামের নেতারা বলেন, আমরা আগেও বলেছি, যেখানে সরকার ও প্রশাসন ব্যর্থ, সেখানেই দেশপ্রেমিক জনতা ও জুলাই বিপ্লবী ছাত্র-জনতা এগিয়ে আসবেন। রাজনেতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র-জনতাকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি|
তারা ১৯ শে জুলাই শনিবার দুপুর দুইটাই সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা কেন্দ্রীয় সমাবেশে সফল করতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা শাখার জামায়াতে ইসলামের নেতৃবৃন্দদের |
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত