মোঃ এমরান হোসেন রিটন মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মেঘনা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মানিকারচর বাজারে এ কর্মসূচি পালিত হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা-১ (মেঘনা-দাউদকান্দি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, সেক্রেটারি মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ডালিম মিয়া প্রধান, যুব আন্দোলনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু, শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর, বামুক ছদর আমির হোসেন মুজাহিদ, ছাত্র আন্দোলনের সভাপতি রেদোয়ান হোসেন রিয়াদসহ উপজেলা ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “PR পদ্ধতিতে নির্বাচন ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না।” তারা সরকারের প্রতি অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত