এমরান হোসেন রিটন
‘স্মার্ট বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি হোক সবার অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৫। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার। তিনি বলেন, “দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিক যদি নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত থাকে, তবে যেকোনো দুর্যোগ সহজেই মোকাবিলা করা সম্ভব। আমরা চাই মেঘনাকে একটি দুর্যোগ-সহনশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে, যেখানে মানুষ ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে দুর্যোগ মোকাবিলা করবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার দুর্যোগ ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের অংশগ্রহণই দুর্যোগ প্রশমনের মূল শক্তি।”
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ‘দুর্যোগ ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া’ কর্মসূচিও পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখর উদ্দিন রাজী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সোহেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সমীর কুমার সাহা, মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ, আরডিও তানজিনা রায়হান, সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, তথ্যসেবা কর্মকর্তা মুক্তা আক্তার লাকীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সচেতনতা, প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত