মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এবার গুলিবিদ্ধ হয়েছে নাজাত মোল্লা (১৭) নামের এক কিশোর। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাকহাটি, কংসপুরা ও আশুরান এলাকায় আতিক মল্লিক গ্রুপ ও ওয়াহিদ রায়হান গ্রুপের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধলে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কিশোর নাজাত মোল্লা পূর্ব মাকহাটি গ্রামের দুইখ্যা মোল্লার ছেলে। আহত নাজাত জানান, স্কুল মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ অন্ধকার থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি তার কোমরে লাগে। হামলাকারীদের তিনি দেখতে পাননি।
প্রায় ১৫ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। এর আগে ২ নভেম্বর রাতে আতিক গ্রুপের তুহিন নামের এক কিশোর নিহত হয়। পরে ১০ নভেম্বরের সংঘর্ষে আরিফ মীর (৩৮) ও রায়হান খান (২২) নামে আরও দু’জন মারা যান।
মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় নাজাতকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, বিকেলে সংঘর্ষের সময় মাঠে খেলা করা অবস্থায় কিশোরটি গুলিবিদ্ধ হয়। এখনো কেউ অভিযোগ দেয়নি। এর আগে সংঘর্ষে নিহত তিনজনের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত