জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি :
শুক্রবার (৪ জুলাই) দুপুরে সিরাজগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে, আগুণ দিয়ে পুড়িয়ে ও শাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত শামীম হোসেন (২৮) কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
কামারখন্দ উপজেলায় সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকার এসিআই ফুড লিমিটেড ফ্যাক্টরীর পিছনের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই ফ্যাক্টরীর গার্ড ও কর্মচারীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে ফ্যাক্টরীর বেশকিছু দরজা-জানালার গ্লাস ভাংচুর করেছে বিক্ষুব্ধ লোকজন।
কামারখন্দ থানার এস,আই আব্দুর রউফ বলেন, বুধবার দুপুরে শামীম বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোজাখুজি করেও স্বজনরা তাকে পায়নি।
শুক্রবার দুপুরে নিহতের বাবা সাইফুল এসিআই ফুড লিমিটেড ফ্যাক্টরীর পিছনের একটি ডোবার জঙ্গলের ভিতর ছেলের মরদেহ দেখতে পান। এরপরই সেখানে বিপুল সংখ্যক নারী পুরুষ ভিড় করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এস,আই আব্দুর রউফ আরো বলেন, মানসিক প্রতিবন্ধী শামীমকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তাকে কুপিয়ে ও গলায় গামছা পেচিয়ে শাসরোধে হত্যা করা হয়েছে। ধারনা করা হচ্ছে আলামত নষ্ট করার জন্য তার শরীরে আগুণ ধরিয়ে দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ লোকজন হত্যাকাণ্ডের ঘটনায় এসিআই ফুড লিমিটেড ফ্যাক্টরীর গার্ড ও কর্মচারীদের দায়ী করে ফ্যাক্টরীর কিছু দরজা-জানালার গ্লাস ভাংচুর করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত